Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়, নিয়ামতপুর, নওগাঁ  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন একটি প্রতিষ্ঠান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরির্দশন, শিক্ষক ও কর্মচারীদের বেতনভাতা প্রদান, প্রশাসনিক দায়িত্ব পালন। প্রাথমিক শিক্ষার পরিমানগত ও গুনগতমান উন্নয়নে গুরত্ব পূর্ন ভুমিকা পালন। বিদ্যালয় পরিদর্শন ও রিপোর্ট প্রদান , বই বিতরন ও শিশু জরিপ, অনলাইনে বিদ্যালয় শুমারি, প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আয়োজন, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, বিভিন্ন তথ্য সংগ্রহ ও প্রদান করে থাকে।  

  • নিয়ামতপুর উপজেলায় মোট ০৮ টি ইউনয়ন
  • মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংখ্যা = ৭২ টি
  • ১৫০০ বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতাভূক্ত বিদ্যালয় সংখ্যা = ২টি
  • নতুন জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয় সংখ্যা = ৫৪ টি
  • এটি ০৪ টি ক্লাস্টারে বিভক্ত এগুলো হলো- (১) বামইন ক্লাস্টার, (২) নিয়ামতপুর ক্লাস্টার, (৩) গাংগোর ক্লাস্টার, (৪) রামকুড়া ক্লাস্টার
  • এই উপজেলায় প্রধান শিক্ষকের অনুমোদিত পদ ১২৮ টি, কর্মরত ১২০ জন, সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৫২৫ টি কর্মরত ৪৪৮ জন, প্রাক প্রাথমিকের জন্য সৃষ্ট পদ ৭২ টি কর্মরত ৬২ জন, বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরীর অনুমোদিত পদ ৭২ টি কর্মরত ২২ জন।
  • প্রশিক্ষণ প্রাপ্ত মোট শিক্ষক -৫৫৩ জন।
  • মোট জরিপকৃত ছাত্র/ছাত্রী- ৩০৪৫৭ (৪+ হতে ১০+)
  • ভর্তিকৃত ছাত্র/ছাত্রী- ৩০২৪২ জন (২০১৯ সাল)
  • এটি উপজেলার কেন্দ্রীয় মসজিদ ও উপজেলা নির্বাচন অফিস সংলগ্ন।